যশোরে মহান বিজয় দিবসসহ ৩ দিবস উদযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত


যশোর জেলা প্রতিনিধি : আগামী ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ৩টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।এ সময় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে, আগামী ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবসে মুন্সি মেহেরুল্লাহ ময়দান থেকে র্যালি বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে গিয়ে শেষ হবে। এতে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষকদের অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসনের পাশাপাশি জেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত যশোর মুক্ত দিবস উদযাপনে মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা ইতিহাস উপস্থাপন করে টাউন হল মাঠে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। এছাড়া ১১ ডিসেম্বর দেশ স্বাধীনের পূর্বে যশোরে সর্বপ্রথম অস্থায়ী জনসভা অনুষ্ঠিত হওয়ায় দিনটি সাড়ম্বরে উদযাপনে জেলা প্রশাসন নানা কর্মসূচির ঘোষণা করেন।১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি মূর্যালে পুষ্পস্তাবক অর্পণ। সাড়ে ১০টায় টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, স্মৃতিচারণমূলক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। দিবসটি উদযাপন উপলক্ষে পরদিন ১৫ ডিসেম্বর জেলা প্রশাসনের আয়োজনে যশোর ২৫০ শয্যা হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন শারীরিক পরীক্ষা নীরিক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদানের উদ্যোগের কথা জানানো হয়।১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনি, সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় কুচকাওয়াজ, মণিহার বিজয় স্থম্ভে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, সাড়ে তিনটায় প্রীতি ফুটবল অনুষ্ঠান, ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, জুম্মাবাদ শহরের সকল মসজিদে জাতির পিতা ও সকল শহীদের স্মরণে বিশেষ মোনাজাত, দিনব্যাপী শিশুদের সকল বিনোদন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ ব্যবস্থা, শহরের মণিহার হলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শনের কথা জানানো হয়। এছাড়া জেলার সকল উপজেলা সমূহে অনূরূপ কর্মসূচী পালনে নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news