রাজাপুরে পিকআপের ধাক্কায় নারী নিহত


ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে পিকআপের ধাক্কায় লাকী বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার(১৪ নভেম্বর) সকালে উপজেলার সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কামাল। নিহত লাকী বেগম উপজেলার বড় কৈবর্ত খালী এলাকার মো.মোস্তফা সিকদারের স্ত্রী ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর থেকে রাস্তা দিয়ে হেটে সমবায় এলাকায় বাড়িতে যাচ্ছিল লাকী বেগম। এ সময় একটি মাছবাহি পিকআপ তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ ফিরোজ কামাল বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news