সাহিত্য

আইনি পদক্ষেপ নিচ্ছে নজরুল পরিবার!

2 301a2ca46ef59b10c679d148070cc8e7
print news

ইত্তেহাদ নিউজ  ডেস্ক : আগে বলে নেওয়া যাক কে এই কাজী অনির্বাণ। অনেকে ভাবতে পারেন, নিশ্চয়ই তিনি কিংবদন্তি কবি কাজী নজরুল ইসলাম পরিবারের কেউ নন। হলে তো আর মামলা-মোকদ্দমার প্রসঙ্গ আসতো না। অনেকে ধরতে পারেন, এই অনির্বাণ নিশ্চয়ই আলোচিত ‘পিপ্পা’ টিমের কেউ! এসব কনফিউশন এড়াতেই শুরুতে বলে নেওয়া যাক, অনির্বাণ দূরের কেউ নন। নজরুল পরিবারেরই অন্যতম সদস্য। তিনি কাজী নজরুল ইসলামের চতুর্থ সন্তান কাজী অনিরুদ্ধর প্রথম পুত্র।বলিউড ছবি ‘পিপ্পা’তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘কারার ওই লৌহ কপাট’ গানটিকে বিকৃত করার অভিযোগে কবির এই নাতির (কাজী অনির্বাণ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন খোদ তারই ভাই কাজী অরিন্দমসহ নজরুল পরিবারের অন্য সদস্যরা।কিন্তু ‘পিপ্পা’ ছবিতে এ আর রাহমানের করা গানটির সুরের সঙ্গে কাজী অনির্বাণের সংযোগ কোথায়? সংযোগ আছে সরাসরি। জানা গেছে, কাজী নজরুল ইসলামের পুত্রবধূ সদ্য প্রয়াত কল্যাণী কাজী (কাজী অনিরুদ্ধর স্ত্রী) এবং তার বড় ছেলে কাজী অনির্বাণই ঐতিহাসিক গানটি ‘পিপ্পা’ টিম তথা এ আর রাহমানের হাতে তুলে দেন। যেটা সম্পর্কে গানটি প্রকাশের আগে জানতেন না নজরুল পরিবারের অন্য সদস্যরা।মূলত এসব বিষয় জানাতে ও আগামীর পদক্ষেপ সম্পর্কে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নজরুলের নাতি ও কাজী অনিরুদ্ধর দ্বিতীয় পুত্র গিটার বাদক কাজী অরিন্দম। এসময় আরও হাজির ছিলেন অরিন্দমের চাচাতো বোন খিলখিল কাজী, অরিন্দমের স্ত্রী সুপর্ণা ভৌমিক, তাদের দুই সন্তান অভিপ্সা ও অনুরাগ কাজী।সংবাদ সম্মেলনে এসে খিলখিল কাজী বলেন, ‘যারা (কাজী অনির্বাণ ও কল্যাণী কাজী) এই গান করার অনুমতি দিয়েছিলেন, তারাই মূলত দায়ী। তবে পুরো পরিবারের ওপর এর দায় বর্তায় না।’ নজরুলের এই নাতনির অভিযোগ, ‘অনির্বাণের কাছে কবির অজস্র সৃষ্টি পড়ে আছে। তিনি তা দেখাচ্ছেন না। তিনি সেগুলো বিক্রির ব্যবস্থা করছেন। এটা কোনোভাবেই ঠিক নয়। আমি সরকারের কাছে আবেদন করবো যে কাজী অনির্বাণের কাছে কবির যেসব পুরস্কার, লেখা, সৃষ্টি সংগৃহীত আছে সেগুলো নিয়ে আর্কাইভ করা হোক। যাতে সাধারণ মানুষ সেগুলো দেখার সুযোগ পান।’অনির্বাণের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করার পাশাপাশি ‘পিপ্পা’ টিমের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নজরুল পরিবারের এই সদস্যরা। কাজী অরিন্দম বলেন, ‘কাজী অনির্বাণের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেবো। সেই সঙ্গে ‘পিপ্পা’ টিমকেও চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কেননা, এই কাজটা করার আগে দুবার ভাবা উচিত ছিল। এমন একটি বিখ্যাত গানের কেস হিস্ট্রি স্টাডি করা উচিত ছিল। তাছাড়া এটি কেবল গান নয়। এটি একটি আন্দোলন, সংগ্রামের নাম। এর সাথে বহু স্বাধীনতা সংগ্রামীর ইতিহাসও জড়িয়ে রয়েছে। আমি চাইবো এই গানটির রিমেক ওই ছবি থেকে প্রত্যাহার করে আসল গানটিকে ফিরিয়ে আনা হোক। পাশাপাশি কাজী অনির্বাণ যে গর্হিত কাজ করেছে আমরা তার শাস্তির দাবি করছি।তিনি আরও জানান, এই সংবাদ সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে মৌখিক দাবি জানানো হয়েছে। পরবর্তীতে লিখিত আকারে সেই দাবি জানানো হবে। আইনজীবীর মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’ ছবিটিতে ‘কারার ওই লৌহ কপাট’ গানটির রিমেক করে ইতোমধ্যে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে সুরকার, সংগীতশিল্পী এ আর রাহমানকে। ১৯৭১ সালের যুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে বিদ্রোহী কবির লেখা এই গানটি। বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে বিদ্রোহী কবির এই গানের সঙ্গে। সেই গানেই নতুনভাবে সুর সংযোজন করতে গিয়ে গানের সুর পুরোপুরি বদলে দেওয়ার অভিযোগ উঠেছে রাহমানের বিরুদ্ধে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে। গানের রিমেক শুনে বেজায় ক্ষুব্ধ কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী (কাজী সব্যসাচীর কন্যা)। এ আর রাহমানের মতো একজন প্রথিতযশা সুরকার কীভাবে এই কাজ করতে পারলেন সেটাই ভেবে উঠতে পারছেন না তিনি। এদিনের সংবাদ সম্মেলন থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে খিলখিল বলেন, ‘‘কারার ওই লৌহ কপাট’ নিয়ে সুরকার যে কাজটি করেছেন, সেটি অত্যন্ত গর্হিত কাজ। তিনি মুম্বাইয়ের মতো জায়গায় গিয়ে কাজ করতে পারেন, বড় শিল্পী হতে পারেন, কিন্তু কাজী নজরুল ইসলামকে ছাপিয়ে নয়। তিনি কী ভেবেছিলেন? এই গানে নিজের সুর দিয়ে কাজী নজরুল ইসলামকে ছাপিয়ে যাবেন? তিনি যে আদৌ সেই কাজটা করতে পারলেন না, আজকের এই প্রতিবাদই তার প্রমাণ। কাজী নজরুল ইসলামকে ছাপিয়ে কেউ উঠতে পারবেন না। তার গানে কেউ করাঘাত করতে পারবে না।’শুধু নজরুল পরিবারই নয়, এ আর রাহমানের এই রিমেক গান নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবাংলার হৈমন্তী শুক্লা, লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চ্যাটার্জি, পণ্ডিত অজয় চক্রবর্তীসহ বাংলাদেশের ছায়ানট, নজরুল চর্চাকেন্দ্র ‘বাঁশরী’সহ বেশিরভাগ শিল্পী। সম্প্রতি ‘পিপ্পা’ মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম অ্যাপে। গানটির সুর নিয়ে দুই বাংলায় তুমুল সমালোচনা থাকলেও সিনেমার গল্পটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন প্রায় সবাই, যারা দেখেছেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *