ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে তানজিলা নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিশেষজ্ঞ ডা. হোসনে আরার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও দুই কন্যা সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।প্রসূতি তাসলিমা উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাবুদ্দিনের স্ত্রী।হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রসব বেদনা নিয়ে তাসলিমা চরফ্যাশনের আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে ৩০ মিনিটের মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে তাসলিমা সুস্থ রয়েছেন। তবে ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য নবজাতকদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, চার বাচ্চারই ওজন কম হয়েছে। জন্মের সময় স্বাভাবিক একটি শিশুর যে ওজন থাকার কথা তা তাদের একজনেরও নেই। তাই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে পরিবারকে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত