যশোর জেলা প্রতিনিধি : যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে সেচ প্রকল্পের ১৬ সদস্যের সঙ্গে প্রতারণা করে সম্পাদক নিজের নামে গভীর নলকূপ স্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসন্ন বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে আতঙ্কে রয়েছেন কৃষকরা। উত্তেজনাও বিরাজ করছে এলাকায়। বিক্ষুব্ধ সদস্যদের পক্ষে সেচ প্রকল্পের সভাপতি ইজাহার আলী আদালতে দুটি মামলা করেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকতার কাছেও লিখিত অভিযোগ করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা মামলায় বজলুর রহমান ছাড়াও এলাকার বোরহান উদ্দিন টিটো, শামসুজ্জমান লিটন ও লাল্টুকে অভিযুক্ত করা হয়েছে। সূত্র জানায়, যশোর সদর উপজেলার ডাকাতিয়া এলাকায় সেচ প্রকল্পের আওতায় ১৮ সদস্যের একটি কমিটি করে সমিতির মাধ্যমে ১৬০ বিঘা জমি চাষাবাদ করা হচ্ছিল। এলাকার ইজাহার আলীকে সভাপতি ও বজলুর রহমানকে সম্পাদক করে চলছিল ১৮ সদস্যের সেচ প্রকল্পের কমিটি। জমিতে সেচের জন্য সভাপতি ইজাহার আলীর বৈধ ভোগদখলীয় জমিতে গভীর নলকূপ স্থাপন করে চাষাবাদ চলে আসছিল ২০০৬ সাল থেকে। কিন্তু সেচ প্রকল্পের সম্পাদক বজলুর রহমান প্রতারণার আশ্রয় নিয়ে গোপনে সমিতির নাম ব্যবহার না করে নিজের নামে বিদ্যুত্ সংযোগ নেন। বিষয়টি সমিতির লোকজন জেনে গেলে তিনি সালিশে একটি সাদা কাগজে অঙ্গীকার করেন সমিতির সদস্যদের জমাকৃত ১ লাখ ৬৪ হাজার টাকা খরচ করে বিদ্যুত্ লাইনটি তার নিজের নামে করে নিয়েছেন এবং সমিতির নাম ব্যবহার না করে ভুল করেছেন। এজন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করেন। এই গভীর নলকূপটিতে ব্যবহূত বিদ্যুত্ লাইন, মিটার বিদ্যুতের সেচ অগ্রিম অর্থ প্রদানে তার কোনো অধিকার থাকবে না, এটা সমিতির আওতাভুক্ত সংযোগ। এরপর হঠাত্ বজলুর রহমান সরকারি দপ্তরকে ম্যানেজ করে গভীর নলকূপটি অকেজো দেখিয়ে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন ২০১৮ লঙ্ঘন করে কিছুটা দূরে (২০০ গজ দূরত্বে) গোপনে অরেকটি গভীর নলকূপ স্থাপনের জন্য অনুমোদন নেন। এখানেই শেষ নয়, মূল সমিতির গভীর নলকূপটির বিদ্যুত্ লাইন কেটে নিজের নতুন নলকূপে আনারও চেষ্টা করছেন। প্রকল্পের সভাপতি ইজাহার আলীর নেতৃত্বে এলাকাবাসী মূল গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্য পরিচালনা করছেন। এদিকে, বজলুর রহমানের নলকূপকে অবৈধ ও বিধিবহির্ভূত দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও জানানো হয়েছে। বলা হয়েছে, ২০০৫ সালে যৌথভাবে কৃষি কাজের সুবিধার্থে (সেচ প্রকল্পে) হাজি ইজাহার আলীর জমিতে (দাগ নং-এস এ- ১০৫, জরিপ ১৩৫ দাগ) একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। অদ্যাবধি ঐ নলকূপের সভাপতি ইজাহার আলী ও সাধারণ সম্পাদক বজলুর রহমান। কিন্তু ইজাহার আলীর জমির কাগজপত্র গোপন করে নিজের জমির কাগজপত্র পল্লী বিদ্যুত্ অফিসে জমা দিয়ে নিজ নামে বিদ্যুত্ লাইন পাওয়ার আবেদন করেছেন বজলুর রহমান। প্রতারণার আশ্রয় নিয়ে মূল নলকূপটি অকেজো ও পরিত্যক্ত দেখিয়ে যে লাইসেন্স নিয়েছেন তা সবই সমিতির সদস্যদের অজান্তে। মূল নলকূপ থেকে মাত্র ২০০ গজের মধ্যে বজলুর রহমান একটি গভীর নলকূপ স্থাপন করেছেন যা আইনত অবৈধ। লাইসেন্সটি বাতিলের জন্য উপজেলা সেচ কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে সভাপতির পক্ষ থেকে।সমিতির সভাপতি ভুক্তভোগী ইজাহার আলী জানিয়েছেন, বজলুর রহমানের কারণে এলাকার সাধারণ কৃষকরা আতঙ্কে রয়েছেন। আসছে মৌসুমে ধান আবাদ করতে না পারার শঙ্কায় রয়েছেন। কাজেই ২০০৬ সালের মূল নলকূপটির লাইসেন্স প্রদান করতে হবে আর বজলুর তঞ্চকতাপূর্ণ লাইসেন্স বাতিল করতে হবে। তবে অভিযোগ অস্বীকার করে প্রকল্পের সম্পাদক বজলুর রহমান জানিয়েছেন, পুরোনো নলকূপটি অকেজো, পরিত্যক্ত ও পানি ওঠে না। বালি কাদা মাটি ওঠে। কৃষকদের চাষে সমস্যা হচ্ছে। যে কারণে পাশে নতুন করে বোরিং করা হয়েছে তার নিজের জমিতে। প্রতারণার কোনো ঘটনা ঘটেনি। তিনি বৈধভাবেই লাইসেন্স নিয়েছেন, কৃষকের সেচ কাজে ভূমিকা রাখতে চান।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত