ইবরাহীম সোহেল, বরগুনা : বরগুনার তালতলী উপজেলার ঠাকুরপাড়া মঠখোলা নামক স্থানে শাখাওয়াত (২৮) নামের এক ব্যবসায়ী মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত শাখওয়াত তালতলী উপজেলা সড়কের রফিক মুন্সির ছেলে। শনিবার (১৮ নভেম্বর) বিকালে বগী থেকে তালতলী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান বগী বাজার থেকে দ্রুত গতিতে তালতলী যাওয়ার পথে বিকেল আনুমানিক ৫ টার দিকে ঠাকুর পাড়া (মঠখোলা) স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পরে যাওয়ায়, মাথায় থাকা হেলমেট ভেঙ্গে মাথায় আঘাত লাগে। পরে স্বজনদেন খবর দিলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত