বিনোদন

ব্যতিক্রমী সংবাদ উপস্থাপক শারমিন আঁখি

83951 sw
print news

শারমিন আঁখি। দেশের অন্যতম সংবাদ উপস্থাপক। দুই যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশনের পর্দায় নিয়মিত সংবাদ উপস্থাপন করে আসছেন তিনি। বাংলাদেশ বেতারের মাধ্যমে যাত্রা শুরু, পরে বেসরকারি টেলিভিশন-চ্যানেল আই, এসএ টিভিসহ বিভিন্ন টেলিভিশনের পর্দায় সংবাদ পড়েন তিনি। সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাতেও। গণমাধ্যমে শারমিন আঁখির যাত্রা শুরু ২০০১ সালে। শারমিন আঁখি এমনই বাংলা-ইংরেজী দুই মাধ্যমকেই চ্যালেঞ্জ করেছেন। তার বাংলা সংবাদ পাঠ দর্শকদের যেমন আকৃষ্ট করে, তেমনি তার ইংরেজি সংবাদ পরিবেশন সংবাদ পাঠকদের ক্ষেত্রেও তাকে আলাদা করে তোলে। এর বাইরে বিভিন্ন সময় টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানও উপস্থাপনায় দেখা গেছে তাকে। শারমিন আঁখি বর্তমানে বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণির সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন।ছোটবেলা থেকেই সাংস্কৃতিক বলয়ে নিজেকে জড়িয়েছেন তিনি।স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, বিতর্কে অংশগ্রহণ তার শব্দচয়ন বা উচ্চারণ ভঙ্গির মাত্রাকে সমৃদ্ধ করেছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য তিনি বাংলাদেশ এবং ভারতেও আলাদা প্রশিক্ষণ নিয়েছেন। সংগীতচর্চা, কাব্যচর্চাতেও বিচারণ রয়েছে তার। এসব দক্ষতাও তাকে আলাদা করে পরিচিত করে তুলেছে বাংলাদেশের মিডিয়ায়। লিখেছেন কাব্যগ্রন্থ ও গান। করোনা মহামারীর সময় একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ গান রচনা করেছিলেন তিনি। যেটি গেয়েছেন ওই প্রতিষ্ঠানেরই ৮শ’ কর্মী। ব্যতিক্রমী এই উদ্যোগের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা তার বিশেষ সাক্ষাৎকার নিয়েছিল। এর বাইরে ছবি আঁকাও শারমিন আঁখির আরেকটি পেশা। তবে ক্যারিয়ার প্রতিষ্ঠায় শারমিন আঁখি সংবাদ পরিবেশনাকেই গুরুত্ব দিয়েছেন। পেয়েছেন সাফল্য। সংবাদ পাঠের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সম্মাননা পেয়েছেন। নাট্যসংগঠন নাট্যসভার গৌরবময় ৪১ বছর পূর্তি উপলক্ষে শারমিন আঁখিকে সংবাদ পাঠকের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *