রাজনীতি

জাতীয় পার্টি নির্বাচনের পরিবেশ নেই দাবি করলেও দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু

japa 1700412257
print news

ঢাকা প্রতিনিধি : নির্বাচনের পরিবেশ নেই দাবি করলেও,  সোমবার সকাল ১০টা থেকে আগামী নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু  জাতীয় পার্টি (জাপা)। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা।আগামী ২৩ নভেম্বর পর্যন্ত দলের বনানী কার্যালয় থেকে ফরম বিক্রি করা হবে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।নির্বাচনে অংশগ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে না জানালেও ফরম বিক্রি শুরুর মাধ্যমে ভোটের পদে আরও এক ধাপ এগিয়ে গেলো জাপা।দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সমকালকে বলেছেন, মনোনয়ন বিক্রির প্রক্রিয়া শুরু হলেও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এখনও হয়নি। জাতীয় পার্টি আরও কয়েকদিন পরিবেশ পরিস্থিতি দেখবে। যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, তবে অংশ নেবে না।জাপা মহাসচিব বলেছেন, তিনি এখনো আশাবাদী রাজনৈতিক দলগুলোর সংলাপ হবে। আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরি হবে।জাপা জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। প্রতিদিন দুই বিভাগ করে ফরম বিতরণ করা হবে।আগামী ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *