বরিশাল বাংলাদেশ

ঝালকাঠিতে বিএনপি’র ৫২ জন নেতাকর্মী গ্রেফতার

Screenshot 2023 1120 145854
print news

ঝালকাঠি প্রতিনিধি : বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী বিএনপি এবং সমমনা দলের অবরোধ হরতালের ৬ষ্ঠ দাপে ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে দ্বিতীয় দিন ২০ নভেম্বর সোমবার সকালে ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। বরিশাল -পটুয়াখালী মহাসড়কে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া অংশে , ঝালকাঠি – বরিশাল আঞ্চলিক সড়কে মগর এলাকায় এবং ঝালকাঠি -পিরোজপুর সড়কের বারৈবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। অবরোধে অংশগ্রহনকারী ঘোষিত তপশিল বাতিল নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনে দেয়ার দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে অবরোধ কর্মসূচিতে অংশ নেয়ায় ভৈরবপাশা ইউনিয়ন যুবদল নেতা মোঃ সোহেল হাওলাদার এর ইশ্বরকাঠী গ্রামে বাড়ী ঘরে ১৯ নভেম্বর রাত আনুমানিক দশটার দিকে স্থানীয় যুবলীগ – ছাত্রলীগ হামলা চালিয়ে ভাঙ্গচুর এবং লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন ঝালকাঠি জেলা বিএনপি এবং যুবদল । হামলায় যুবদল নেতা সোহেল এর বসত ঘরের বেড়া , দরজা জানালা এবং ঘরের মধ্যে থাকা সুকেজ আসবাব পত্র ভাঙ্গচুর এবং লুটপাট করা হয়। যুবদল নেতার বাড়ি ঘরে হামলার বিষয়ে ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন জানান ঝালকাঠিতে জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে সকল প্রতিকুলতার মধ্যেও নেতাকর্মীরা শান্তিপূর্ন হরতাল অবোরধ কর্মসুচী পালন করে আসছে গণতান্ত্রিক আন্দোলনে অংশ গ্রহণ করার জন্য পৈচাশিক ভাবে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী দের বাড়ী ঘরে হামলা চালানো হচ্ছে ২৯ অক্টোবার হরতালের মিছিল পরবর্তী ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এর বাস ভবন এবং চেম্বারে হামলা করা হয়, ৩০ অক্টোবার নলছিটি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এর বাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে গুড়িয়ে দেয়া হয়, ১৪ নভেম্বর ঝালকাঠী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আসিফ ইমরান ঝালকাঠি সদরে শেখেরহাটের বাসভবনে হামলা চালিয়ে ভাঙ্গচুর করা হয়। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে কর্মসূচি না করার জন্য হুমকি ধমকি দেয়া হচ্ছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে স্বৈরতন্ত্রের অবস্থান পাকা পোক্ত করার জন্য এমন ন্যাক্কার জনক অমানবিক কর্মকান্ড করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে এবং মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি শান্তি পূর্ন আন্দোলন কর্মসুচী করছে। তিনি আরো জানান ঝালকাঠী জেলায় এ পর্যন্ত ৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিরীহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে গ্রাম পর্যায়ে সাড়াশি অভিযান চালাচ্ছে। এসকল প্রতিকুলতার মধ্যেও দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *