বরিশাল বাংলাদেশ

অধ্যক্ষ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষকদের মানববন্ধন

Screenshot 2023 11 21 20 41 52 578 com.android.chrome2
print news

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দণন শতাধিক শিক্ষকরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জাল হোসেন, শিক্ষক সুনিল বড়ন হালদারসহ আরো অনেকে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের নেতৃত্বে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলন চলছে। এ কারণেই ষড়যন্ত্র করে ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ঢাকাস্থ যাত্রাবাড়ি সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি সংগঠনের এ শিক্ষকরা।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *