সাব্বির আলম বাবু : ভোলা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেল।
২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাত থেকে তিনি ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পারিবারিকভাবে রাজনীতিতে এসে যখন যে দায়িত্ব পেয়েছি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করেছি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও লালসার বশবর্তী হয়ে এমন কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হইনি, যার দরুন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
তিনি আরও বলেন, ‘সততা ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছি। ছাত্র রাজনীতিসহ সবরকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে রাজনীতি করতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভবিষ্যতে আমাকে যে জায়গায় সুযোগ দেবেন, সেখানেই শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ্।’ রাজনীতির পাশাপশি রাকিব হাসান সোহেল বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত