অনুসন্ধানী সংবাদ

বরিশালে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষকই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক!

2019 01 25
print news

বরিশাল অফিস :  জেলার মধ্য কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ইতোমধ্যে দু’টি তদন্ত রিপোর্ট জমা পড়েছে এবং একটি চলমান রয়েছে। প্রথম দু’টি অভিযোগের তদন্ত রিপোর্ট প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে জমা হয়েছে বলে স্বীকার করেছেন উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন।অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান টানা ১৩ বছর একই স্কুলে কর্মরত। ২০১০ সালে তিনি ওই স্কুলে যোগদানের পর থেকে ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামের সাথে যোগসাজশ করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। বাধ্য হয়ে অভিভাবকেরা মিলে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে তাকে বদলির আবেদন জানান।অভিভাবকরা জানান, বিগত কয়েক বছর যাবৎ এই স্কুলের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি ছিলেন রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম (মিরণ)। সরকারি প্রাইমারি স্কুল পরিচালনার নিয়ম অনুযায়ী একই ব্যক্তি পরপর দু’বারের বেশি কমিটির সভাপতি থাকতে পারে না। তা ছাড়া সরকারি নতুন আদেশে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য গ্র্যাজুয়েশন থাকা আবশ্যক, যা জহিরুল ইসলামের নেই। তাই ২০২৩ সালের কমিটিতে শ্রাবণী আক্তার নামে একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়। কিন্তু শ্রাবণী আক্তার সভাপতির দায়িত্ব গ্রহণের পরও তাকে ব্যাংক হিসেবের সাথে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ব্যাংক হিসেবের যাবতীয় লেনদেন করেন প্রধান শিক্ষক নুসরাত জাহান এবং সাবেক সভাপতি জহিরুল ইসলাম। এতে বর্তমান সভাপতি অস্বস্তিবোধ করে সভাপতির পদ থেকে ইস্তোফা দেন।কয়েকজন অভিভাবক বলেন, এই স্কুলে ভর্তি ফরম ও প্রত্যয়ন বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত টাকা নেয়া হয়। বন বিভাগসহ সংশ্লিষ্ট দফতরের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের একাধিক বৃক্ষ বিক্রি করে সেই টাকাও আত্মসাৎ করেন প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি। এ ছাড়াও প্রধান শিক্ষক নুসরাত জাহান বিদ্যালয়ে সময়মতো আসেন না। এলেও যথাসময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করেন।তা ছাড়া এই স্কুলের জন্য বরাদ্দকৃত স্লিপের টাকা প্রতি বছর এলেও সেই টাকার যথার্থ ব্যবহার হয় না। প্রতিটি প্রান্তিক মূল্যায়নের উত্তরপত্র শিক্ষার্থীদের নিজ খরচে কিনে পরীক্ষার হলে আসতে হয়। অথচ এই উত্তরপত্র সিøপের টাকা থেকে বহন করার কথা। পাঁচ বছর ধরে স্কুলের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা না থাকায় শিশুদের অসহনীয় কষ্ট ও দুর্ভোগের মধ্যে ক্লাস করতে হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।এ বিষয়ে প্রধান শিক্ষক নুসরাত জাহান মোবাইল ফোনে অভিযোগগুলো অস্বীকার করে বলেন, আমি বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হওয়ার পর থেকে আমার বিরুদ্ধে স্থানীয় একটি চক্র প্রভাবশালী রাজনৈতিক দলের নেতারা ষড়যন্ত্র করছেন।এ বিষয়ে সাবেক সভাপতি জহিরুল ইসলাম (মিরণ) বলেন, বর্তমান সভাপতি শ্রাবণী আক্তার অসুস্থ থাকায় আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি। এতদিন এ নিয়ে কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে এ বিষয়ে আমার ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেন করা হচ্ছে, তা আমার জানা নেই। কর্তৃপক্ষ যা ব্যবস্থা নিবেন আমি তাই মেনে নেব। তিনি আরো বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির খুব বেশি ক্ষমতা থাকে না।বর্তমান সভাপতি শ্রাবণী আক্তার বলেন, আমি অসুস্থ নই। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জহিরুল ইসলাম ও প্রধান শিক্ষক নুসরাত জাহান আমাকে কাগজেকলমে সভাপতি দেখিয়ে সব কাজ নিজেরাই করে নেন। আমি স্কুলের ব্যাংক অ্যাকাউন্টের কোনো সিগনেটরিতে নেই। এসব অন্যায় অনিয়মের প্রতিবাদেই আমি ইস্তফা দিয়েছি।এ বিষয়ে বরিশাল সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আল মামুন বলেন, তদন্ত হয়ে গেছে। এখন তদন্ত রিপোর্ট অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল বলেন, ইতোমধ্যে দু’টি তদন্ত প্রতিবেদন বিভাগীয় কার্যালয়ে জমা হয়েছে। প্রতিপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে আরেকটি তদন্ত চলমান রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত রিপোর্ট পেয়েছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।দুর্নীতির দায়ে অভিযুক্ত একজন প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনয়ন পান কিভাবে? এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, দুষ্টুলোকের কৌশলের অভাব থাকে না। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসার আগেই নুসরাত জাহানকে বরিশাল সদর উপজেলা থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করা হয়।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *