ঢাকা প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দুই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেন সিদ্দিক।কিন্তু সিদ্দিকের আশা ভঙ্গ হলো,ঢাকা থেকে আওয়ামী লীগের মনোয়ন পেলেন না এই অভিনেতা। ঢাকা ১৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ আরাফাতকে মনোনয়ন দিয়েছে দলটি। অন্যদিকে, টাঙ্গাইল-১ জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনেও সিদ্দিক মনোনয়ন পাননি। এ আসনের বর্তমান সংসদ আব্দুর রাজ্জাক পেয়েছেন মনোনয়ন।এ বিষয়ে সিদ্দিক বলেন, আমি যে দু'আসনে মনোনয়নপত্র তুলেছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কোনো পরিবর্তন আনেননি। তবে আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাব। আমাকে নির্বাচনী প্রচার কমিটিতে রাখা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে উপ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন সিদ্দিক। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে ফেসবুক লাইভেও এসেছিলেন।পরে ওই আসনে ভোটের টিকেট না পেয়ে ফের ফেসবুক লাইভে এসে ‘মন ভালো করতে’ দুবাই বেড়াতে যাওয়ার কথা বলে আলোচনায় আসেন অভিনেতা। সেবারে সিদ্দিক বলেছিলেন, তিনি আশা ছাড়ছেন না, জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হতে ফের তিনি মনোনয়ন সংগ্রহ করবেন। গত ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের ওই উপ নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হন।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত