গাজীপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-সদরের একাংশ) আসনে প্রার্থী হলেন ট্রান্সজেন্ডার উর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ঘোষিত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এছাড়াও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি উর্মি বিএসপির প্রার্থী হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। উর্মি মোবাইল ফোনে জানান, নির্বাচিত হলে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উর্মি বলেন, “এ ঘোষণায় আমি আনন্দিত। কারণ জনসেবায় নিজেকে উৎসর্গ করার সুযোগ পেয়েছি। আমি ভোটে নির্বাচিত হয়ে সর্বস্তরের মানুষের পাশে থাকতে চাই। ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আওয়ামী লীগের ২৯৮ জন প্রার্থীর মধ্যে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ২০ জন রয়েছেন। তাদের মধ্যে ১৬ জন ধর্মীয় সংখ্যালঘু এবং চারজন ক্ষুদ্র জাতিসত্তার। ট্রান্সজেন্ডার কোনো প্রার্থী না থাকলেও নারী প্রার্থী আছেন ২৪ জন। ক্ষুদ্র জাতিসত্তার কোনো প্রার্থী জাতীয় পার্টির ২৮৭ জনের মধ্যে নেই। তবে তিনজন ধর্মীয় সংখ্যালঘু মনোনয়ন পেয়েছেন। নারী প্রার্থী আছেন আটজন। বিএসপি’র নির্বাচনী প্রতীক একতারা। বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের সদস্যরা এ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বর্তমান নির্বাচন কমিশন যে দুটি দলকে নিবন্ধন দিয়েছে তার মধ্যে বিএসপি একটি। জোটের শরিক দলগুলো হলো- শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), শাহ সুফি সৈয়দ আলম নুরী আল সুরেশ্বরীর আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, মিছবাহুর রহমান চৌধুরীর ইসলামী ঐক্যজোট, মাহবুবুর রহমান জয় চৌধুরীর বাংলাদেশ জনদল (বিজেডি), হাসরত খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) ও ফারাহনাজ হক চৌধুরীর কৃষক শ্রমিক পার্টি। বিএসপি দলীয় সূত্রে জানা গেছে, সুষ্ঠু নির্বাচন হলে তারা বিজয়ী হবেন। সারাদেশে তাদের ৩০ জন শক্তিশালী প্রার্থী রয়েছে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করে ট্রান্সজেন্ডার প্রার্থীকে গাজীপুরে মনোনয়ন দেওয়া হয়েছে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত