ঢাকা প্রতিনিধি : রাজনীতিতে নেমেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এ অভিনেতা। বর্তমানে নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের পাশাপাশি টালিউড সিনেমায় পরিচিত মুখ ফেরদৌস। তাই সেখান থেকেও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘টালিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। তিনি বলেছেন, প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবেন।’ ২০০১ সালে ‘ওস্তাদ’ চলচ্চিত্রে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা ও ফেরদৌস। সিনেমাটি পরিচালনা করেন সুভাষ সেন। সেই বছরই ল্যাডলী মুখার্জি নির্মিত ‘সুয়োরানী দুয়োরানী’ ছবিতে জুটি বাঁধেন তারা। এরপর অনেকগুলো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা-ফেরদৌস।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত