সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহীকর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস ও বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি অর্থবছরে রবি মৌসুম উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৫২৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারি বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত