ঝালকাঠীতে শাজাহান ওমরের কুশপুত্তলিকা দাহ ও অবাঞ্চিত ঘোষনা বিএনপির


ঝালকাঠি
: বিএনপি থেকে ডিগবাজী দিয়ে নৌকা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করায় ঝালকাঠিতে ব্যারিষ্টার শাহজাহান ওমর এর কুশপুত্তলিকা দাহ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ঝালকাঠি জেলা বিএনপি। আজ ১ ডিসেম্বর ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে শাহজাহান ওমর এর কুশপুত্তলীতে ঝাটা এবং জুতা পেটা করে আগুন জ্বালিয়ে মীরজাফর বেইমানের আখ্যায়িত করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১১ টার দিকে ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকায় ঝালকাঠি জেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ শাহজাহান ওমর এর কুশপুত্তলী দাহ করে দলের সাথে বেইমানি করার কথা উল্লেখ করে নানা রকম নেতিবাচক স্লোগান দেয়া হয়। বিকেল ৩ টায় আমতলা সড়কে ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে জপলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন এর নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ শাহজাহান ওমর কে বেইমান মীরজাফর উপাধি দিয়ে নানা রকম স্লোগান দিয়ে কুশপুত্তলিকায় ঝাঁটা ও জুতা পেটা করে কুশপুত্তলিতে আগুন জ্বালিয়ে দেয়। অপর দিকে বৈরবপাশার ডাপর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কুশপুত্তলি দাহ করে।কুশপুত্তলিকা দাহ করার বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব জানান ব্যরিষ্টার শাহজাহান ওমর দলের সাথে রাজপথে আন্দোলনে দলের নেতাকর্মীদের ঝড়ানো রক্তের সাথে বেইমানি করেছেন। গত ১৫ বছর ফ্যাসিবাদী কায়দায় যে দলটি ক্ষমতা কুক্ষিগত করতে শত শত নেতাকর্মী দের গুম খুন করেছে রাজপথ রক্তে রঞ্জিত করেছে সেই দলের হয়ে নির্বাচন অংশগ্রহণ করারমত ঘৃন্য আর কোন কাজ হতে পারে না। নেতাকর্মীদের ঘৃণার বহিঃপ্রকাশ তার কুশপুত্তলিকা দাহ। তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপি তাকে ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি নৌকায় না উঠে বেইমানি করে স্বতন্ত্র প্রার্থী হলে হয়তো কিছুটা কম ঘৃণিত হতো। নির্বাচনে যাওয়ায় তার আম ছালা দুটোই যাবে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news