তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে ২০২৩-২৪ অর্থ বছরের জাটকা সংরক্ষণ উপলক্ষে অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করেন পুলিশের সহযোগীতায় মৎস্য অফিসে। মোবাইল কোর্টে ৫টি অবৈধ বেহুন্দি জাল আটক করা হয়। পরে তা শশীগঞ্জ সুইজঘাট এলাকায় পুড়ে ধ্বংস করা হয়। মৎস্য অফিস সুত্রে জানা যায়, গতকাল দিনভর উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে মেরিন ফিশারিজ অফিসার আল-আমিনের তত্ত্বাবধানে ও থানা পুলিশের সহযোগীতায় মেঘনার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় চরজহিরউদ্দিন সংলগ্ন মেঘনায় অভিযানকালে পাঁচটি অবৈধ রাক্ষুসে বেহুন্দি জাল আটক করা হয়। পরে আটক বেহুন্দিজাল শশীগঞ্জ সুইজঘাটে এনে প্রকাশ্যে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। আটক জালের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, জাটকা সংরক্ষণের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। মেঘনা থেকে সকল ধরনের অবৈধ উচ্ছেদ করা হবে। কোন অবৈধ জাল মেঘনায় থাকবে না।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত