নাটোর প্রতিনিধি : নাটোর-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী গ্রাম পুলিশ মো. এসকেন আলীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (৪ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষর পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা। এসকেন আলীর মনোনয়ন বাতিলের প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ শতাংশ ভোটার সংখ্যা ছিল ৩৯৯৪ জন। কিন্তু এসকেন আলী মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবিষয়ে এসকেন আলী জানান, আমি নিয়মনুযায়ী সকল কাজ পত্র জমা দিয়েছি। কিন্তু কেনো বাতিল করা হয়েছে দেড়িতে আসায় জানতে পারি নি। কতজনের স্বাক্ষর জমা দিয়েছেন জানতে চাইলে তার সদুত্তর দিতে পারেননি তিনি। এসকেন আলী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমি অবশ্যই আপিল করবো।
প্রসঙ্গত, জমি বিক্রি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন গ্রাম পুলিশ মো. এসকেন আলী । এসকেন আলী লালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। এসকেন আলী দুইবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) পদে ভোটে অংশ নিয়েছিলেন। যেখানে একবার তৃতীয় হয়েছেন বলে দাবি করেন। একবার উপজেলা পরিষদের ভোটে ভাইস চেয়ারম্যান পদে ভোট করার জন্য সকলের দোয়া চেয়ে পোস্টার লাগিয়েও আর্থিক সংকটের জন্য ভোট করতে পারেননি এসকেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়নপত্র কেনার পরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত