যশোরে শীতকালীন সবজি চাষে লাভবান আজিজুল
 
                                
বাসস: শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপিসহ পটলের আবাদ করে যশোরসদর উপজেলার আব্দুলপুর গ্রামে আজিজুল ইসলাম নামে এক চাষি লাভবান হয়েছেন। এক বিঘা জমিতে ফুল কপি চাষ করে ৬০ হাজার টাকা লাভ করেছেন তিনি।আজিজুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূল থাকায় কম সময়ে, অল্প পরিশ্রমে ও স্বল্প খরচে ফুলকপি চাষ করে তিনি সফলতার মুখ দেখেছেন।তিনি বলেন, চারা রোপণের ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই ফুলকপি বাজারে বিক্রির উপযুক্ত হয়। এক বিঘা জমিতে ফুলকপি চাষে তার ৪০ হাজার টাকা ব্যয় হয়। ইতিমধ্যে ১ লাখ টাকার ফুলকপি বিক্রি করেছেন।আজিজুল জানান, জাইকা’র সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ‘এসএমএপি ঋণ’ সুবিধা পেয়ে শীতকালীন সবজি চাষ করেছেন। আশা এনজিওর চুড়ামনকাটি ব্রাঞ্চ তাকে এ ঋণ সুবিধা দিয়েছে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
 
         
        



 
                         
                            