বাংলাদেশ রাজশাহী

বগুড়ায় দু’দিনব্যাপী গরু মেলার উদ্বোধন

image 117405 1702029790
print news

বাসস : বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশেন (বিডিএফএ)-এর উদ্যোগে বগুড়ার ঠেঙ্গামারায় শুক্রবার শুরু হয়েছে দু’দিনব্যাপী গরু মেলা।উত্তরাঞ্চলের ১৬ টি জেলা থেকে প্রায় ২০২ খামারীর গরু নিয়ে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য রাগবুল আহসান রিপু। মেলার সমন্বায়ক তৈহিদ পারভেজ বিপ্লব জানান, মেলায় খামারীদের ৪ শতাধিক গরু এসেছে। এ ছাড়া আছে ইন্দোনেশিয়ার বিভিন্ন জাতের মহিষ, গাড়ল ও দুম্বা ।শুক্রবার বেলা ১২ টায় বিডিএফএ’র সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশিদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচলক ডা: মো. এমদাদুল হক প্রমুখ।প্রধান অতিথি বলেন, শিক্ষিত বেকার যুবকদের সরকারি চাকরির অপেক্ষায় না থেকে ভালো উদ্যোক্তা হতে হবে। তাতে দেশের বেকারত্ব কমবে।মেলায় সিরাজগঞ্জের গরু খামারী আবু হাসান মাষ্টার বলেন, এটা একটা ভালো উদ্যোগ। তিনি এক জোড়া গরু এনেছেন। দুই গরুর দাম হেঁকেছেন ২০ লাখ টাকা। ১৫ লাখ টাকা হলে বিক্রি করবেন।মেলায় এসেছে ইন্দোনেশিয়ার নিরিলাবী জাতের মহিষ। সাদা রঙের এই মহিষ ঠাকুরগাঁও থেকে এনেছেন মো: ফজলে এলাহী। সঙ্গে এনেছেন পাখরা জাতের মহিষ। নেপালী খর্বাকৃতি গরুরও দেখা মিলেছে এই মেলায়। যেখানে ১৫ কোটি টাকার গবাদি পশু বিক্রি হবে বলে আশা করছেন আয়োজকরা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *