গুড়ায় দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


আশাদুজ্জামান আশা,বগুড়া : বগুড়া দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়ার উদ্যোগে ২০২৩ সালের বগুড়া জেলার ৬ উপজেলার ১১টি কেন্দ্রে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (০৯ ডিসেম্বর ) সকাল ৯ টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, শাপলা কিন্ডারগার্টেন স্কুল, আড়িয়া রহিমা বাদ উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, রাণীর হাট উচ্চ বিদ্যালয়,শাজাহানপুর, সামিট স্কুল ও কলেজ, শেরপুর , ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,শেরপুর, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়।সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় সোনাতলা,ও টি এম মেমোরিয়াল স্কুল সোনাতলা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের পরিচালক জোবায়ের আহমেদ বলেন, ২০২৩ সালে বগুড়া জেলার ৬টি উপজেলার প্রায় ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬১৩২শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের মহাপরিচালক আবু সাঈদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া সাবেক মহাপরিচালক,শাহীন আলম। দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়ার সাবেক মহাপরিচালক রায়হানুল হক রানা, সাইয়্যেদুল আলম,রাসেল হোসাইন , হাবিবুর রহমান হাবিব, দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহাপরিচালক রোকনুজ্জামন, দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের পরিচালক জোবায়ের আহমেদ । সদস্য সচিব ওয়ারাসাতুল মোস্তফা সোহাগ, পরীক্ষা নিয়ন্ত্রক শাহরিয়ার হাসান বিপ্লব ও রেজিস্ট্রার তালিবুল হাবিব, সার্কুলেশন ম্যানেজার সাবিক ওমর প্রমুখ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news