ঢাকা প্রতিনিধি : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশী-বিদেশী গণমাধ্যম আর জনতার বক্তব্য থেকে জেনেছি- গত ২০ বছরে রাজনৈতিক সহিংসতার কারণে ছাত্র-যুব-জনতার মধ্য থেকে ২ হাজার খুন, ১ হাজার জন গুম হয়েছে। ৯ ডিসেম্বর বিকালে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত ‘মানবাধিকার চাই, লঙ্ঘণ নয়’ শীর্ষক এক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রাজনীতিতে থাকা ক্ষমতায় আসার আর থাকার অপরাজনীতিকদের কারণে মানবাধিকার আর নেই, আছে লঙ্ঘণ। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত