ঈদগাঁওতে ভূমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজারে ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিও ভূমিদস্যু মৃনাল আচায্যের বিরুদ্ধে মিছিল,মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ফুঁসে উঠেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। ১১ই ডিসেম্বর সকাল সাড়ে এগারটার ঈদগাঁও বাজারের বিভিন্ন অলিগলিতে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে হিন্দু সম্প্রদায়। এই সময় শতাধিক নারী-পুরুষের হাতে ঝাড়ু দেখা যায়।
নীরহ ও অসহায় মূদুল গং এর দোকান ভাড়া নিয়ে মালিকানা দাবী এবং আক্রমণের বিরুদ্ধে ঈদগাঁও উপজেলা সচেতন হিন্দু সমাজ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনও প্রতিবাদ সমাবেশ করছেন তারা।
ঈদগাঁও বাজারের শাপলা চত্ত্বরে ডিসি সড়কের দুইপাশে মানববন্ধন কালে সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে বিভিন্ন নামের প্লেকার্ড চোখে পড়ে। এবিষয়ে অভিযুক্ত মৃনাল আচায্যের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news