কক্সবাজারের গহীন পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, কারিগরসহ আটক ৪


মোঃ মোরশেদ আলম চৌধুরী / মোঃ সালাহউদ্দিন টিটো : কক্সবাজার রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে অস্ত্র তৈরির দুই কারিগরসহ চারজনকে আটক করা হয়েছে।বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে ওই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়।অভিযানে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিউল হক।র্যাব-১৫’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে দুইজন এবং বসতবাড়ি থেকে দুইজনসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয় র্যাব। তিনি আরো জানান, গহীন এ পাহাড়ি এলাকায় আরো কয়েকটি অস্ত্র তৈরীর কারখানা থাকার তথ্যও রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news