খুলনা বাংলাদেশ

খুলনায় আদালতের এজলাস কক্ষে আগুন

fair p
print news

ফকির শহিদুল ইসলাম,খুলনা :  খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে অগ্নিসংযোগের (দাহ্য পদার্থ) ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর রাতের কোন এক সময় ওই কক্ষের ভাঙা জানালা দিয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় কে বা কারা এজলাস কক্ষের গ্লাস ভাংগা জানালা দিয়ে এটা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পত্র পুড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম এগিয়ে দেখে কোট পুলিশ আগুন নিভাচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা আাসামী কাঠঘড়া,চেয়ার ও সোফা পুড়ে গেছে। পাইকগাছা আইনজীবি সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর বলেন, সকালের দিকে তিনি সংবাদ পান কোর্ট এজলাসে এধরণের ঘটনা ঘটেছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন,জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল- আমিন, ডিবির ওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) মোঃ ওবাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা জানান
নাশকতাকারীরা এটা ঘটিয়েছে। আদালত অঙ্গনে রাতে ডিউটিরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) সোহেল রানা ও পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানকে তাৎক্ষণিক জেলা পুলিশ
লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলরের সাথে খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য স্বাক্ষাত

 

KUET

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর। ১৩ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় কুয়েট প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। সৈজন্য স্বাক্ষাত শেষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর কুয়েট ক্যাম্পাসে অবস্থিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে ভারত সরকার কর্তৃক স্থাপিত ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এসময় কুয়েট ও খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *