বরগুনায় মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও চেক কার্ড পাঠালেন আর এক মুক্তিযোদ্ধা


ইবরাহীম সোহেল, বরগুনা : বরগুনায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ উদ্দিনকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিজয় দিবসকে সামনে রেখে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানসহ সন্মাননা ক্রেস্ট দিয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বরগুনার পৌর শহরের (ক্রোক) কেজি স্কুল এলাকায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো.সালেহ উদ্দীনকে সন্মাননা ক্রেষ্ট এবং ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের সহায়তা প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সমাজসেবক সুখরঞ্জন শীল, চ্যানেল আই বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু সহ এস্থানীয় জনপ্রতিনিধিগন। সম্মাননা ও আর্থিক সহায়তা পেয়ে বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ উদ্দীন বলেন,যাদের সাথে রণাঙ্গনে বঙ্গবন্ধু’র আহবানে মুক্তিযুদ্ধ করেছি তাদের অনেকেই আজ নেই। একের পর এক চলে যাচ্ছে পরপারে। এসময় তিনি আরো বলেন, বরগুনার সহযোদ্ধারা দীর্ঘ ১০ বছরেও জানতে আসেনী কেমন আছি আমি । যার সাথে দেখা নেই কথা নেই তেমনি একজন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, একজন অসুস্থ সহযোদ্ধাকে আজীবন সম্মাননা ও আর্থিক সহায়তা নিয়ে পাশে এগিয়ে এসে আমাকে ঋনী করেছেন। আমি এই সম্মাননা পেয়ে আমি তার প্রতি চীর কৃজ্ঞতা প্রকাশ করি। এসময় বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ উদ্দীনের মেয়ে মোসা. নাসরিন বলেন, আমার বাবা প্রায় ১০ বছর যাবৎ অসুস্থ, তিনি চারবার স্টোক করেছেন। এই ১০ বছরে আমার বাবার কেহ খোজ নেননি, আজকে প্রকৃত ও জীবন ফাউন্ডশনের চেয়ারম্যান আমার অসুস্থ বাবার প্রতি যে সম্মান দেখিয়েছেন তাই আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news