শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের ওপর ওয়ার্কশপ

1702474291673
print news

সাইফুল,বরিশাল বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ই ডিসেম্বর) যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্প্রচার মাধ্যম ফোর এম এবং উন্নয়ন সংস্থা ওয়াক টু সিরিনিটির উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ সংক্রান্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ উত্থান – পতন।আমার শিক্ষার্থীদের জীবনে ব্যর্থতা আসতে পারে কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়ানো শিখতে হবে। তরকারিতে লবণ ছাড়া যেমন স্বাদ হয় না তেমনি জীবনের গল্পে খানিকটা বেদনা না থাকলে জীবনটাও সুন্দর হয় না।এসময় ড. বদরুজ্জামান ভূঁইয়া আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে আমরা একটি।পরিবার। একটি পরিবারে যেমন কেউ একা থাকতে পারে না তেমনি শিক্ষার্থীদের জানাতে চাই তোমরাও নিজেদের কখনো একা মনে করবে না। আমরা তোমাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে অচিরেই আমি সকলের সুবিধার্থে কিছু উদ্যোগ নিতে যাচ্ছি।বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন বলে জানান আয়োজকেরা।আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম এবং ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালক সুজন চন্দ্র পাল। অনুষ্ঠানটির মূল বক্তা ছিলেন মনোবিজ্ঞানী ফায়েজা আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ কেন্দ্রের সহযোগিতায় সম্পন্ন হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাবিলা হোসেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *