বিএনপি থেকে পদত্যাগ করলেন রফিকুল ইসলাম টুটুল


রাজাপুর প্রতিনিধি : বিএনপির ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলার সহ সভাপতি রফিকুল ইসলাম টুটুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এখন থেকে সাংগঠনিক কোনো পদ-পদবী তিনি গ্রহণ করবেন না। ১৪ ডিসেম্বর ২৩ তারিখ রাতে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন শারীরিক কারণে তিনি কোন পদে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগ করেছেন।ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর এক লিখিত পত্রে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন, আমি সুস্থ্য মস্তিস্কে নিজ দ্বায়িত্বে বিএনপির ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলা শাখার সহ সভাপতি পদসহ জাতীয়তাবাদী দলের সকল পদ থেকে পদত্যাগ করছি। রফিকুল ইসলাম টুটুল জানান, ব্যক্তিগত উদ্যোগে আজীবন জনগণের সেবা করে যাব। জনকল্যাণমূলক কাজে দলমত-নির্বিশেষে আমার নিজ এলাকাসহ সকল এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।
টুটুলের পিতা হাবিবুর রহমান তালুকদার রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়া টুটুল তিনিও ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news