চবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গনে ৯ দিন ব্যাপি (১৩-২১ ডিসেম্বর) ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী’ শুরু হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৩ বিকাল ৩ টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ। উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। একই সাথে মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনীর আয়োজন করায় চবি জাদুঘর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, চবি জাদুঘর যে মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনীর আয়োজন করেছে তাতে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল উপস্থাপিত হয়েছে। এ প্রদর্শনী উপভোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দর্শকরা মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে। উপাচার্য মহান মুক্তিযুদ্ধ বিষয়ে আরও বেশি চর্চা ও গবেষণার মাধ্যমে প্রদর্শনী, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করার জন্য জাদুঘর কর্তৃপক্ষসহ সকলের প্রতি আহবান জানান। পরে উপাচার্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করে প্রদর্শনী ঘুরে দেখেন এবং ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী স্মারক’ এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার, চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের পরিচালক ড. মোহাম্মদ আতিয়ার রহমান, চবি সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত