জায়েদের বোঝা উচিত, কোনটা করতে হবে কোনটা না : নিপুণ


ইত্তেহাদ নিউজ ডেস্ক : চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পর থেকেই আদায়-কাঁচকলায় সম্পর্ক চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের। সুযোগ পেলেই একে অন্যের কঠোর সমালোচনা মেতে ওঠেন এই দুই তারকা।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে জায়েদ খানের ‘ডিগবাজি কাণ্ড’ নিয়েও সমালোচনা করেছেন নিপুণ।যেখানে তিনি বলেন, জায়েদ খান যে ডিগবাজি দিচ্ছেন, তিনি কিন্তু দু’বার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং তার বোঝা উচিত কোনটা করতে হবে, আর কোনটা করতে হবে না।’নিপুণের ভাষায়, ‘আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, না আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভাবা উচিত।এই নায়িকা মনে করেন, ভিউয়ের জন্যই জায়েদ খান ডিগবাজি দিচ্ছেন। তার কথায়, ‘জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন। এ জন্য কোন পদে ছিলেন সেটা ভুলে গেছেন। জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news