চট্টগ্রাম বাংলাদেশ

পেকুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

IMG 20231214 WA0007
print news

মোঃ আজিজুল হক,পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২৩ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু্র ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের শেষে উপজেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্রাচার্য,বীরমুক্তিযদ্ধা এড,কামাল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পি আই ও) আবু তাহেরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীদের দেখানোমতে বেছে বেছে বাংলাদেশের মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পারমানবিক বোমার মতো শক্তিশালী অস্ত্র কেবল একটি শহরকে ধ্বংস করে, কিন্তু মেধাবীদের হত্যা করলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। এভাবে স্বাধীন বাংলাদেশ যেন জ্ঞান ও প্রজ্ঞায় এগিয়ে যেতে না পারে সেজন্য বুদ্ধিজীবী হত্যা ছিলো পাকিস্তানিদের ঘৃণ্য একটি অপচেষ্টা। এর ফলে আমরা আমাদের শিক্ষা ও সংস্কৃতির ধারকদের হারিয়েছি। তাঁরা বেঁচে থাকলে দেশ অনেক এগিয়ে যেতো। তাই নতুন প্রজন্মকে তাঁদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার কাজে আত্মনিয়োগ করার সুযোগ করে দিতে আমাদের।এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় দোয়া ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে পালন করেছে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ। বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা এড,কামাল হোসেন।বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *