প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ


প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
গত ০২ ডিসেম্বর প্রকাশিত “ইত্তেহাদ নিউজ” ও গত ০৯ ডিসেম্বর প্রকাশিত “দৈনিক দক্ষিনাঞ্চল ও আজকের সুন্দরবন” পত্রিকায় “বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে দুই মাদক বিক্রেতা আটক, কর্মকর্তা ও কাউন্সিলরের হস্তক্ষেপে রফাদফা” শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে। এছাড়াও, গত ১১ ডিসেম্বর প্রকাশিত “দৈনিক ইত্তেহাদ” অনলাইন পত্রিকায় “দুর্নীতি অনিয়মে ডুবতে বসেছে বিআরটিসি বাস ডিপো” শিরোনামে ও ১৪ ডিসেম্বর প্রকাশিত “দৈনিক ইত্তেহাদ” অনলাইন পত্রিকায় “বরিশাল বিআরটিসি বাস ডিপো সিন্ডিকেটের দখলে” শিরোনামে খবর প্রকাশিত হয়। উল্লেখিত সংবাদগুলো আদৌ সত্য নয়। কোন একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন পত্র-পত্রিকায় ও অনলাইন মিডিয়ায় বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ শিরোনাম ও তথ্য দিয়ে খবর প্রচার করেছেন। এ ধরনের খবর প্রচারের ফলে বিআরটিসি বরিশাল বাস ডিপো তথা সরকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আমি উক্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
মোঃ জামশেদ আলী
ম্যানেজার (অপাঃ)
বিআরটিসি বরিশাল বাস ডিপো