ইত্তেহাদ নিউজ ডেস্ক : ফিলিস্তিনজুড়ে ইসরায়েলি হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার বোমাবর্ষণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সারাবিশ্ব। এমনকি খোদ ইসরায়েলের কিছু নাগরিকও ফিলিস্তিনিদের জীবনের নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে সমালোচনা করেন তেলআবিব প্রশাসনের। এসব নাগরিকের মধ্যে আছেন দেশটির সাবেক ও বর্তমান কিছু সেনাসদস্যও। যারা মনে করেন শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনের কোনো বিকল্প নেই। তাদের একজন ইয়েল ওয়াল্ডম্যান।গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন ইয়েল ওয়াল্ডম্যানের মেয়ে ড্যানিয়েল ওয়াল্ডম্যান। গাজা সীমান্তের কাছে নেগেভ মরুভূমিতে সংগীত উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। তার বাবা ইয়েল ওয়াল্ডম্যান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক মেজর ও বর্তমানে একজন প্রযুক্তি ব্যবসায়ী। ইয়েল ইসরায়েলি সেনাবাহিনীর চৌকস শাখা দ্য গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানান তার মেয়ে নিহত হওয়ার ঘটনা ও ফিলিস্তিনের স্বাধীনতার গুরত্ব।ইয়েল জানান, তার কাছে যখন খবর আসে ড্যানিয়েলকে পাওয়া যাচ্ছে না তখন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন। দেশে ফেরার তিন ঘণ্টা পরই অ্যাপল ঘড়ির সংকেত ব্যবহার করে মেয়েকে খুঁজতে বের হন ইয়েল, যা তাঁকে যুদ্ধের মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে গুলিতে ঝাঁঝরা হওয়া গাড়ির দেখা মেলে। কিন্তু ড্যানিয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দুদিন পর ড্যানিয়েলের মরদেহ পাওয়া যায়। নিহত ড্যানিয়েল ইসরায়েলি সেনাবাহিনীর একজন সাবেক সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে সন্তান নিহত হওয়ার পরও সাবেক এ ইসরায়েলি মেজর বিশ্বাস করেন, ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র থাকা দরকার এবং সেটা শিগগিরই। জানান, ফিলিস্তিন ও ইসরায়েল দু পক্ষেরই নেতৃত্বে পরিবর্তন আনা দরকার। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য এমন দুটি রাষ্ট্র গঠন করা যাবে, যারা মিলেমিশে পাশাপাশি বসবাস করবে। তবে তার আগে ৭ অক্টোবরের ঘটনার জন্য দায়ি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করার দাবিও জানান ইয়েল।বেশ কিছুদিন আগে গাজায় একটি নকশাকেন্দ্র খুলেছিলেন ইয়েল। সেখানকার একটি হাসপাতালে সাড়ে ৩ লাখ ডলারের বেশি দান করেছিলেন। এ জন্য তিনি অনুশোচনায় ভুগছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইয়েল জানান, না- তার অনুশোচনা হয় না। সাবেক এ ইসরায়েলি সেনা কর্মকর্তা মনে করেন ফিলিস্তিনি ও ইসরায়েলিরা একে অপরকে হত্যা বন্ধ করা দরকার। সেই সঙ্গে মিলে মিশে বসবাস করারও একটি উপায় খুঁজে বের করা প্রয়োজন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত