মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত


শরীফ কাইয়ূম : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news