ঢাকা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছেন ফারাহনাজ হক চৌধুরী (রিপা)। তিনি শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের নাতনি এবং শেরেবাংলা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কৃষক শ্রমিক পার্টির বর্তমান চেয়ারম্যান। বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীক নিয়ে এবারের নির্বাচনে লড়বেন তিনি। বিশেষ সাক্ষাৎকারে ফারাহনাজ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার নির্বাচনী এলাকায় যেসব সমস্যা রয়েছে মানুষের কাছ থেকে আমি সেসব শুনছি। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এসব সমস্যা সমাধানের পাশাপাশি এখানকার মানুষের উন্নত জীবনমান নিশ্চিতে কাজ করতে চাই। সমাজে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের বিশেষ পরিকল্পনা রয়েছে আমার।
শেরেবাংলার যে আদর্শে আমি বড় হয়েছি, সেই আদর্শ দিয়ে তাদের আলোকিত করার প্রয়াস আমি অব্যাহত রাখব। আমার ভালো কাজের জন্য মানুষ যেন আমাকে মনে রাখে এটিই আমার প্রত্যাশা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত