কুয়েতের আমির আর নেই


কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ আর নেই। তিনি শনিবার ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কুয়েতের ক্রাউন প্রিন্স এবং মরহুম আমিরের সৎভাই শেখ মেশাল আল-আহমদ আল-জাবেরকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন আমিরের বয়স ৮৩ বছর।রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী মোহাম্মদ আবদুল্লাহ আল-সাবাহ এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আর সাবাহ আজ শনিবার মহান প্রভুর কাছে চলে গেছেন।’কর্তৃপক্ষ মৃত্যুর কোনো কারণ জানায়নি। তবে ৪০ দিনের সরকারি শোক দিবসের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া সকল সরকারি অফিস তিন দিনের ছুটি থাকবে।শেখ নওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ওই সময়ের আমির তার সৎভাই শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাাহ ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছিলেন। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক বদর আল-সাইফ মহুরম আমির প্রসঙ্গে বলেন, ‘তার মৃত্যু কুয়েতের জন্য খুবই দুঃখের দিন। শেখ দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। তাকে ভালোভাবে সবাই স্মরণ করবে। তিনি কুয়েতের তৃতীয় সংক্ষিপ্ততম শাসক হলেও উল্লেখযোগ্য হয়ে থাকবেন।’
তিনি অবশ্য, দীর্ঘ দিন উচ্চ পদে ছিলেন। ২০০৬ সালে তিনি ক্রাউন প্রিন্স ঘোষিত হন। আর ১৯৯০ সালে তেল-সমৃদ্ধ দেশটিতে ইরাকের হামলার সময় তিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী তিনি সশস্ত্র গ্রুপগুলোর চ্যালেঞ্জের মোকাবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও কাজ করেছিলেন। তিনি শাসক আল-সাবাহ পরিবারের মধ্যেও জনপ্রিয় ছিলেন।
সূত্র : আল জাজিরা
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news