ববিতে ইতিহাস বিভাগের আয়োজনে গ্রন্থ প্রকাশনা আলোচনা সভা অনুষ্ঠিত


সাইফুল ,বরিশাল বিশ্ববিদ্যালয় : বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “Bangabandhu and His Times: Society, Economy and State Formation in Retrospect” শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জন-ইতিহাস ইন্সটিটিউটের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তার। প্রকাশিত গ্রন্থের সম্পাদকমন্ডলীর মধ্য থেকে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন আর বক্তব্যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগ এর জন্য উপাচার্য এবং সংশ্লিষ্ট সবাইকে উদ্ধাত্ব আহ্বান জানান। অধ্যাপক ড. মেসবাহ কামাল তার বক্তব্যে বলেন, জ্ঞান সৃষ্টির কাজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে অবদান এ ধারা আমাদের মাননীয় উপাচার্য ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে আরো জোরদার করে তুলবেন এবং শিক্ষকরা নেতৃত্ব দিবেন এবং ছাত্রদের মধ্য থেকে আমরা লেখক ,গবেষক দেখতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, পূর্বের ন্যায় আপনারা আঞ্চলিক ইতিহাস সম্মেলন করুন যে কোন সহযোগিতা এবং তা বাস্তবায়নে আমি সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
সভায় বক্তরা Bangabandhu and His Times: Society, Economy and State Formation in Retrospect শীর্ষক গ্রন্থের নানা বিষয়ের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাহিদা আক্তার।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news