মিডিয়া

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের সভাপতি রুমেন ও সম্পাদক পরশ

325d90b5c01825ba8973ad5fdd46280c 657f20bd3d5e9
print news

ঢাকা প্রতিনিধি :   ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একাত্তর টিভির মুজাহিরুল হক রুমেন সভাপতি এবং সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।রোববার রাজধানীর একটি হোটেলে কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি বিবিসির রাকিব হাসনাত সুমন।কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির শাহনাজ ইয়াসমিন বিশ্বাস, নাহিদ তন্ময়, জয়দেব দাস, প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু, ভোরের ডাকের সাইদুল ইসলাম ও বিজনেস পোস্টের মীর মোহাম্মদ জসিম।যুগ্ম সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন এবং ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল। এ ছাড়া অর্থ সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির রিয়াজ সুমন, সাংগঠনিক সম্পাদক এনটিভির ফখরুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের সাখাওয়াত প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেয়ার বিজের রোহান রাজিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমার সংবাদের রেদওয়ানুল হক।

আর কার্যনির্বাহী সদস্যরা হলেন— আরেফিন ফয়সল (চ্যানেল আই), কার্যনির্বাহী সদস্য রাকিব হাসনাত সুমন (বিবিসি), তাপসী রাবেয়া আখি (খবরের কাগজ), শাহজাহান সাজু (খবরপত্র), রনি রায়হান (এনটিভি), সৈয়দ সাইফুল ইসলাম (আমার সংবাদ), সফিউল্লাহ সুমন (বিটিভি), সামির আহমেদ (এশিয়ান টিভি), জিনান মাহমুদ, নূরে আলম জিকু (যুগান্তর) এবং ফজলুর রহমান (জনকন্ঠ)।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *