আমাকে পচানোর চেষ্টা করবেন বিরোধীরা : মাহি


রাজশাহী প্রতিনিধি : নির্বাচনি দৌড়ে শেষ পর্যন্ত টিকে রইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন এই নায়িকা।রিটার্নিং কর্মকর্তা তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত মাহি।মাহি মনে করেন ট্রাক প্রতীক চিনতে বৃদ্ধদের সুবিধা হবে। ‘আমাদের যারা নানি-দাদিরা আছে তারা ট্রাকটা দেখলে চিনতে পারবেন সহজে। ’প্রতীক নিয়ে সমালোচনা হবে বলে শঙ্কা প্রকাশ করেন মাহি। তবে এতে তিনি বিচলিত নন। ‘আমি জানি আজকের পর থেকে এই আসনে সবাই মোটামুটি যারা আমার বিরুদ্ধে আছে সবাই আমাকে পচানোর চেষ্টা করবেন যে, ট্রাক খাদে পড়ে যাবে; চাকা পাংচার হয়ে যাবে—এ রকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, তখন তারা আসলে আমার প্রচারণা বেশি বেশি করবে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে যে, ট্রাকটা আমার প্রতীক।
আরও পড়ুন…
ট্রাকটাই আমার জন্য বেস্ট : চিত্রনায়িকা মাহিয়া মাহি
আমার কাছে মনে হচ্ছে, ট্রাকটা আমার কাছে বেস্ট।’জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে মাহি বলেন, ‘আমার এলাকার মানুষ আসলে এ রকম করে বসে আছে ভোট দেওয়ার জন্য; তারা কখন ভোট দেবে এবং তারা সেবক আনবে। ‘এখানে পরিবর্তন তারা চায়। তারা চায় না তাদের ধামকি দেওয়া হোক। তারা চায় বঙ্গবন্ধুর মতো একজন বন্ধুসুলভ নেতা। সে সুযোগ পাবে তার পাশে ভাত খাওয়ার মতো, তাকে ধরার সুযোগ পাবে, কোনো বিপদ হলে তার কাছে যাওয়ার সুযোগ পাবে,’ যোগ করেন তিনি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়