দর্শনার শ্বশুরবাড়িতে প্রথম রাত কেমন কাটল


ইত্তেহাদ নিউজ ডেস্ক : জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন দর্শনা বণিক। প্রেমের পর সৌরভ দাসের সঙ্গে গেল ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তিনি। ষোলোআনা বাঙালিয়ানা রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। সব থেকে আকর্ষণীয় বিষয় হলো, আধুনিক কোনো গাড়িতে করে স্ত্রীকে ঘরে তোলেননি সৌরভ। দর্শনা শ্বশুরবাড়ি গেছেন ভিনটেজ গাড়িতে চড়ে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা বেশ প্রশংসা করছেন। এখন প্রশ্ন হলো, শ্বশুরবাড়িতে প্রথম রাত কেমন কাটল দর্শনার? ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তার সময়। কারণ, রীতি অনুযায়ী রোববার (১৭ ডিসেম্বর) ছিল বৌভাত।
দর্শনা বলেন, ‘আমি যে নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছি, এখনও বিষয়টা মাথায় ঢোকেনি। আসলে নানা ধরনের আচার-অনুষ্ঠানের মধ্যেই তো কেটে যাচ্ছে এই ক’টা দিন। তাই এখনও বুঝতে পারছি না, কী হচ্ছে না হচ্ছে! ধীরে ধীরে অনুভব করতে পারব যে শ্বশুরবাড়িতে এসেছি। তবে বেশ মজা হচ্ছে। ভাত-কাপড়ের অনুষ্ঠান হলো। রাতে ছোট করে একটা বৌভাতের আয়োজনও করা হয়েছে এখানে।’ এদিকে এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনা নেই সৌরভ ও দর্শনার। মার্চ-এপ্রিল মাস নাগাদ ঘুরতে যাবেন তারা। তাই এই মুহূর্তে কিছু খোলাসা করছেন না এ বিষয়ে।
সৌরভ-দর্শনার প্রেম প্রায় এক বছরের। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও খুব বেশি কথা বলেননি দুজনে। বিয়ের ঘোষণাও সেভাবে করেননি। তাদের আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই চমকে গিয়েছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news