ইত্তেহাদ নিউজ ডেস্ক : ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দাম্পত্য জীবনের মাত্র চার বছর পরই ফাটল ধরে সেই সংসারে। ২০২১ সালের অক্টোবরে বিচ্ছেদ হলেও এরপর একাধিকবার তাদের এক হওয়ার গুঞ্জন এসেছে বিভিন্ন মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-শুভাকাক্সক্ষীদের সঙ্গে এক আলাপচারিতায় বসেছিলেন সামান্থা। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এ সময় তাকে প্রশ্ন করা হয়, আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন? জবাবে একটি পরিসংখ্যান তুলে ধরে এ তারকা বলেন, ব্যাপারটা কেমন জানেন, এই মুহূর্তে দেশে (ভারতে) প্রথম বিয়ে ভাঙার হার গড় প্রায় ৫০ শতাংশ, তেমনই দ্বিতীয় ও তৃতীয় বিয়েবিচ্ছেদের হার প্রায় ৬৭ শতাংশ ও ৭৩ শতাংশ। সবমিলে পরিসংখ্যানই বলে দিচ্ছে এটা ভুল ভাবনা।
এদিকে এর আগে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরই মায়োসাইটিস রোগে আক্রান্ত হন সামান্থা। এটি এমনই রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তির পেশি ভঙ্গুর হতে থাকে। তখন অসহ্য যন্ত্রণা পোহাতে হয় আক্রান্ত ব্যক্তিকে। তবে এসব সামলে ঘুরে দাঁড়িয়েছেন দক্ষিণী নায়িকা।
জীবনের যন্ত্রণাদায়ক দুটি বছর সম্পর্কে তিনি বলেন, যখন কঠিন সময় এলো, আমার বিয়ে ভাঙল, কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একসঙ্গে প্রভাবিত হচ্ছিল। এই দুটো সময় আমাকে ঠিক কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেটি কেউ জানেন না। যেসব শিল্পী কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি তখন তাদের কথা মনে করতাম। তাদের লড়াইয়ের কাহিনি তখন আমাকে ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করত।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত