বাংলাদেশ বরিশাল

উজিরপুরে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

image 754899 1703386676
print news

বরিশাল অফিস :  বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।রোববার ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোহরাব (৩৮) ও রুবেল (৪০)।প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহণ উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন সোহরাব (৩৮) ও রুবেল (৪০) ঘটনাস্থলেই মারা যান।ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের ওপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ ৮-১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর থানার এএসআই ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনই উজিরপুর উপজেলার বাসিন্দা। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাসচালক পলাতক রয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

1 Comment

  1. Fake Diamond" "Fake Lab Diamond"

    ডিসেম্বর ২৪, ২০২৩

    this is fake diamond seller, cheapest fake diamond you can find online

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *