আল হাবিব, সুনামগঞ্জ : জাতীয় নির্বাচনে বিদেশীদের কোনও চাপ নেই। আমাদের কাজ সম্পর্কে বিদেশীরা জেনেছে। কিন্ত তারা কোনও রিএ্যাকশন দেখায় নি। আমরা আমাদরে নিজস্ব চাপে আছি।
তিনি আরোও বলেন,জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাক বিদেশী পর্যবেক্ষক আসছে। তার মধ্যে আমেরিকার দূতাবাস থেকে নির্বাচন পর্যবেক্ষনের জন্য বিশাল একটি লিস্ট দিয়েছে। সেগগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাই করছে। সেই সাথে বিদেশি পর্যবেক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি আসার কোনো সুযোগ নেই। নির্বাচনী ট্রেন বহুদূর ছেড়ে চলে গেছে এটি আর ফেরানো সম্ভব না। সঠিক সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ-সময় উপস্থিত ছিলেন,সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান৷ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সহ সংশ্লিষ্টরা।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত