দোয়া চাইলেন বুবলী


অনলাইন ডেস্ক : সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বছরের শেষে একটি নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী নিজেই।‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (২৩ ডিসেম্বর) তার ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী। জানা গেছে, আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘‘আমার নতুন ছবির নাম ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।’’ বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। ২০১৬ সালে পরিচালক শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করেন।
শাকিব খানের সঙ্গে এ বছরে মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হন তিনি। এছাড়াও মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা তাকে অনেকটাই নতুন পরিচয় দিয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news