মাশরাফির ভোটের প্রচারে ভোলার যুবক


নড়াইল প্রতিনিধি : ‘জনগন যদি চাও উন্নয়ন, মাশরাফিকে কর সমর্থন’ মধুর কন্ঠে গাওয়া এ গান বাজিয়ে, লিফলেট বিতরণ করে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রতিবন্ধী যুবক রাজিব (২৮)।টাকা–পয়সা কিংবা কোনো কিছুর মোহে নয়, শুধুমাত্র ভালোবাসার টানে ভোলার চরফ্যাশন থেকে তিনি গত বুধবার সকালে রওনা দিয়ে সন্ধ্যায় নড়াইলে এসে পৌঁছান। শারীরিক প্রতিবন্ধী রাজিব উপজেলার ২০ নম্বর ওমরপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের মো. নুরে আলম ও শাহনাজ দম্পতির দ্বিতীয় পুত্র। ব্যক্তিগত জীবনে রাজিব দুই কন্যা সন্তানের জনক।
শনিবার তাকে শহরের রূপগঞ্জ এলাকায় মাশরাফির পক্ষে সাউন্ড বক্স বাজিয়ে ও লিফলেট বিতরণ করতে দেখা যায়। এ সময় রাজিব বলেন, ‘আমি চরফ্যাশন এলাকায় বিভিন্ন পত্রিকা বিক্রি করি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকার খবর পড়ে জানতে পারলাম, দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা মার্কার প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজা।’তিনি বলেন, ‘এ খবর জানার পর সিদ্ধান্ত নেই, কিছুদিন পত্রিকা বিক্রির দায়িত্ব অন্যকে দিয়ে মাশরাফি ভাইয়ার জন্য প্রচারে নড়াইলে যাব। আমার আয় থেকে সঞ্চয় করা প্রায় ১০ হাজার টাকা ব্যয় করে ১০ হাজার লিফলেট চরফ্যাশন থেকে তৈরি করি এনেছি। লিফলেটের পাশাপাশি প্রচারের গান রেকর্ডিং করে সাউন্ড বক্সও সঙ্গে এনেছি।’রাজিব বলেন, ‘আমার বয়স যখন ১০ বছর, তখন থেকে মাশরাফি ভাইয়ার খেলা দেখি। আমার জীবনের শখ ছিল, ভাইয়ার সঙ্গে একবার দেখা করব। ভাইয়ার সঙ্গে দেখা করে এবং তাঁকে বিজয়ী করে আমি আমার এলাকায় ফিরতে চাই। ভাইয়ার সঙ্গে দেখা করতে পারলেই আমার জীবন ধন্য হবে। মাশরাফি ভাইয়া ব্যস্ত থাকায় এখনো তাঁর সঙ্গে দেখা কিংবা কথা বলার সুযোগ পাইনি।’
তিনি আরও বলেন, রোববার মাশরাফি ভাই নড়াইলে আসবেন। আশা করি, দেখা হবে। তবে আমার আসার খবর শুনে ভাইয়ার বাবা-মা আমাকে তাদের বাড়ির পাশে জিমনেসিয়ামে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ভাইয়াদের বাড়ি থেকে আমার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news