জুয়েল শেখ ,জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে হাফেজিয়া মাদ্রাসায় ঘুমানোর জায়গাকে কেন্দ্র করে সাজু আহম্মেদ (১৩) নামের এক ছাত্রের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে একই মাদ্রাসার ছাত্র মোছাদ্দেক (১৬)।এ সময় সাজুর আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনার পর মোসাদ্দেক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা মাদ্রাসা ঘেরাও করে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঐ ছাত্র কে উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ। ২৩ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার কড়িয়া দারুল উলুম কাওমি নুরানি এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত সাজু আহম্মেদ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও মোসাদ্দেক একই গ্রামের জয়নালের ছেলে।এ ঘটনায় ২৪ ডিসেম্বর সাজুর মা আনজু আরা বেগম পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন আহত সাজুর মা মামলা করলে মোসাদ্দেক কে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত