বরিশাল বাংলাদেশ

বাউফলে যুবলীগ নেতাসহ খুন -২

5 1703684766
print news

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলা ও সংঘর্ষে মো. আলাউদ্দিন মুন্সি (৫৩) ও মো. সেলিম মুন্সি (৪৮) নামে দুই ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই ফুলবানু (৩০) ও মর্জিনা বেগম (২৮) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

নিহত সেলিম মুন্সি আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তিনি আতশখালী গ্রামের খোরশেদ মুন্সির ছেলে। অপর নিহত আলাউদ্দিন মুন্সি আতশখালী গ্রামের আমির হোসেন মুন্সির ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ও সেলিমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সি আতশখালী গ্রামের মোল্লাবাড়িতে নৌকা প্রার্থীর উঠান বৈঠক শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় আলাউদ্দিন তাঁর দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সির ওপর হামলা চালান। প্রাণ বাঁচাতে সেলিম দৌড়ে একই গ্রামের সামসু মুন্সির বসতঘরে প্রবেশ করেন। হামলাকারীরাও তাঁর পিছু নিয়ে ওই ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলে সেলিমের মৃত্যু ঘটে। খবর পেয়ে সেলিমের লোকজন ঘটনাস্থলে এলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু ঘটে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুই পক্ষ থেকে দুটি হত্যা মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *