শিক্ষা

বছরজুড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচিত ঘটনা

Picsart 23 12 27 16 16 40 615
print news

সাইফুল, বরিশাল বিশ্ববিদ্যালয় : বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩ সাল। অনেক প্রাপ্তি -অপ্রাপ্তির মাঝে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘটেছে হাজারো ঘটনা। ববির হলে হেলমেট বাহিনীর হামলা,পরে পাল্টাপাল্টি হামলা, রুমে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে নির্যাতন, উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন রুটিন দায়িত্ব উপাচার্য ড.বদরুজ্জামান হওয়া,সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সহ শত শত ঘটনা ঘটেছে ২০২৩ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

গত ৫ আগষ্ট শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলে হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার শিকার হয় শিক্ষার্থীরা। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা যায়।পরে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি সক্রিয় গ্রুপ রয়েছে। আধিপত্য বিস্তার ও বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানান শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জ্বর, হৃদরোগ, আত্মহত্যা আর সড়ক দুর্ঘটনার মত অস্বাভাবিক মৃত্যুতে ২০২৩ সালে অকাল প্রয়াণ ঘটেছে ৫ শিক্ষার্থীর। বছরের শুরুতে ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ ও সে সময় সদ্য ক্যাম্পাসে পা রাখা ১১তম আবর্তনের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান ডেঙ্গু জ্বরে মারা যান। ছয়মাস পর ১৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ২০২১-২২ সেশনের আরেক শিক্ষার্থী উদ্ভিদবিজ্ঞান বিভাগের রিবনা শাহারিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৪ সেপ্টেম্বর সকালে বরিশাল নগরীর শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোহাম্মাদ রাকিব ফকির নামের আরেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।এরপর ২৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন মৃধা মৃত্যুবরণ করেন।সর্বশেষ ২২ ডিসেম্বর মধ্যরাতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রাণ হারিয়ে চিরতরে পৃথিবীকে বিদায় জানান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়ের বিরুদ্ধে পরিবহন সংক্রান্ত হয়রানি আচরণ ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ তুলে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেনএকই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লুৎফর রহমান।এদিকে শিক্ষককরাও এই অভিযোগ অস্বীকার করেন।পরে অভিযোগ এলে উল্টা অভিযোগ করা হয় এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হওয়ায় ৬ নভেম্বর বিদায় নেন তিনি। মেয়াদ শেষ হওয়ায় তার বিদায়ের খবরে খুশিতে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে উল্লাস। উপাচার্যের অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ অযোগ্যতার অভিযোগ তুলে তার বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।অথচ উপাচার্যের শেষ কর্মদিবসে ফুল দিয়ে বিদায় দেন শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীর একটি পক্ষ।

এরপরে ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব উপাচার্য দায়িত্ব গ্রহন করেন অধ্যাপক ড.বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। তিনি বলেন “স্নেহের শিক্ষার্থীদের জন্য আমার দরজা সব সময় খোলা। তারা যথাযথ প্রক্রিয়ায় আমার কাছে আসুক। আমি আমার শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা শুনবো। তাদের জন্য যা ভালো, যা কল্যাণকর তাই করতে চাই। আমি চাই আমার শিক্ষার্থীরা সম্মানের সাথে সুনামের জীবনে এগিয়ে যাক। তাদের সাফল্যেই আমার সাফল্য।”

২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. খোরশেদ আলমের স্থলাভিষিক্ত হলেন।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্রে “শয়তান দেহ পাবি মন পাবি না” এমন একটি উদাহরণ আসায় আলোচনা সমালোচনা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় তুলে।

১৬ ডিসেম্বর (শনিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন পুলে নতুন বাস সংযোজন করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘জয়ন্তী’।বিজয় দিবসের দিন বাসটি উদ্বোধন করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। নতুন সংযোজিত এই বাসের তথ্য জানতে চাইলে পরিবহন পুলের ম্যানেজার মেহেদী হাসান জানান, বাসটি ১৪ জুন অর্ডার করা হয়। যার মডেল এলপিও ১৩১৬। এতে সিট সংখ্যা রয়েছে ৫২।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *