ফিচার

সিরাজগঞ্জে বক পাখি : মুখরিত চলনবিল

c4b3828feb9844b24290ed07d42d9279 658d9ba887419
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : চলনবিল এলাকা বক পাখির উড়াউড়িতে মুখরিত হয়ে উঠেছে। বিলের বিস্তীর্ণ মাঠে মাঠে শোভা পাচ্ছে এই পাখির ঝাঁক। সবুজ ঘাস ও লতাপাতার মাঝে বকের ধবধবে সাদা রঙ প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা সদরের শিশু পার্ক এলাকার পশ্চিম মাঠে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে সাদা বক পাখির। চাষিরা বোরো আবাদের জন্য খেত প্রস্তুত করছেন। পাখিরা সেই খেতে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে পোকা-মাকড় খাচ্ছে। খাবারের সন্ধানে এক জমি থেকে আরেক জমিতে উড়ে বেড়াচ্ছে পাখিগুলোতাড়াশ ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, খাবারের লোভে ও অপেক্ষাকৃত শীত থেকে বাঁচতে নানা প্রজাতির পাখি চলনবিলে আশ্রয় নেয়। বোরো মৌসুমেও পাখির দেখা মেলে চলনবিলে। এই সময়ে মূলত পোকা-মাকড় খেতে আসে। চলনবিলের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির বক, সামুকখোল, বালিহাঁস, ডাহুক, রাত চোড়া ও কাঁদা খোঁচা পাখি অন্যতম।চলনবিল রক্ষা আন্দোলন কমিটির তাড়াশ উপজেলার আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, চলনবিলে পাখি না থাকলে নয়নাভিরাম বিলের প্রকৃতির সান্নিধ্য পাওয়া সম্ভবনা।

তাড়াশ উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান  বলেন, নজরদারী অব্যাহত থাকার কারণে পাখি শিকার কমেছে। চলনবিলে পাখির সমাগম বেড়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *